The only person u should try to be better than, is the person u were yesterday.
আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে প্রথম সমকামী ম্যাগাজিন পাবলিশ হয়েছে এই মাসে। এই প্রসঙ্গে ডেইলি আমার কলিগ ডেইলি স্টারের ঐ পোষ্টে কমেন্ট করেছিল এই সমকামীতার বিরুদ্ধে। যেখানে উনার কমেন্ট ৫০ এর বেশী লাইকই পড়েছিল।
কিন্তু কথা এখানে না। কথা হচ্ছে, স্বয়ং ফেইসবুক উনাকে মেসেজ পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে উনার কমেন্ট কমিউনিটির বহির্ভুত বিষয় ছিল, যার কারনে উনাকে ফেইসবুকের সকল কার্যক্রম থেকে ব্লক করা হয়েছে।
আমার কলিগ এর ফলোয়ার হচ্ছে সাড়ে তিন হাজার, ফ্রেন্ডও সেরকমই। তিনি একটি স্বনামধন্য ফেইসবুক পেইজের একজন এডমিন, যেই পেইজের লাইক হচ্ছে ২ লাখের মতো। আর উনি আমার জানা মতে কখনোই কাউকে গালিগালাজ বা কটু কথা বলে কোনো কমেন্ট করে না। এরপরও কেন ফেইসবুক কর্তৃপক্ষ কেনো তাকে ব্লক করলো ! এর কারণ একটাই হতে পারে যে বাংলাদেশে সমকামী কমিউনিটি এতোটাই শক্তিশালী হয়ে উঠছে যে ওদের রিপোর্টের ভিত্তিতে উনার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমার সমস্যা এখনে না।
ফেইসবুক কোন কাবিল আদমি রে ব্লক করলো, আর কোনো আবুলরে হিরো বানালো তাতে আমার বিন্দু পরিমান মাথাব্যাথা নাই। কিন্তু কথা হচ্ছে এই কমিউনিটি যদি আস্তে আস্তে এতোটাই শক্তিশালী হয়ে উঠে যে এদের সদস্যরা একসময় জোড়পূর্বক সমকামী বানানোর প্রক্রিয়ার সাথে জড়িয়ে পড়বে। এটা ঠিক হবে না। ইতিহাস আর মানুষের ন্যাচার বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র কমিউনিটি যারা কিনা প্রথমাবস্থায় সিএনজি অটোরিকশার মতো "আমি ছোট, আমাকে মেরো না" টাইপের কথা বার্তা দিয়ে শুরু করলেও আস্তে আস্তে এতোটাই সংঘবদ্ধ হয়ে উঠে যে, একসময় যাদেরকে বলেছিল 'আমাকে মেরো না' তাদেরকেই মেরে বসে তারা। আমি এই পর্যন্ত ৭ জন গে এর সাথে ভালোভাবে পরিচিত হয়েছিলাম।
তাই আমি জানি এই সমকামিতার সামাজিক, শারীরিক, এবং মানসিক সাইডইফেক্ট ঠিক কতটুকু ক্ষতিকর (আমাকে আবার সমকামী ভেবে বসবেন না)।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।