গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিনে মুক্ত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
আজ সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
এর আগে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার একটি মামলায় দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত তাকে জামিন দেয়।
কারাগার সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে শাম্মী আক্তারের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।