গত বছরটা খুব খারাপ গেলেও, এবছর তার আর পুনরাবৃত্তি করতে চান না রজার ফেডেরার। সেইমতো আজ ব্রিটেনের অ্যান্ডি মারের বিরুদ্ধেও নিজের সমর্থকদের হতাশ করেননি ফেডেরার। ৬-৩, ৬-৪, ৬-৭, ৬-৩ সেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন ষষ্ঠ বাছাই ফেডেরার।
সেমিফাইনালে এবার শীর্ষবাছাই রাফায়েল নাদালের মুখোমুখি হবেন ১৭ টি গ্র্যান্ডস্লামের অধিকারী রজার। এর আগে চারবার গ্র্যান্ডস্লামে মুখোমুখি হলেও, মাত্র একবারই ফেডেরারের বিরুদ্ধে জিততে পেরেছিলেন মারে। সেটা ছিল গতবছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। পাঁচ সেটের লড়াইয়ের পর ওই ম্যাচে জিতেছিলেন স্কটিশ মারে।
এবছর সেমিফাইনালে ওঠার পর এবার টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্যও যথেষ্ট মরিয়া ফেড। কারণ ২০১২-তে উইম্বলডন জেতার পর এখনও পর্যন্ত কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠতে পারেননি তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।