আমাদের কথা খুঁজে নিন

   

সেমিফাইনালে নিউজল্যান্ড

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ আজই স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর শেষ ম্যাচ অনুষ্ঠিত হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো সেমিফাইনালের দল হিসেবে খ্যাত নিউজিল্যান্ড এবং দক্ষিন আফ্রিকা। আর ম্যাচে দক্ষিন আফ্রিকা তাদের চোকার্স নামটা প্রমান করে নিউজিলান্ডের কাছে ৪৯ রানে হেরে বসে। ব্যাট করতে নেমে শুরুতেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় কিউরা। টেইলর এবং জেসি রাইডারের ১১৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

টেইলর ৪৩ এবং রাইডার ৮৩ রানে ফিরে গেলে দক্ষিন আফ্রিকার বোলিং তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। তারপরও কেন উইলিয়ামসনের অপরাজিত ৩৮ রানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২১ রান তোলে কিউরা। জবাবে ব্যাট করতে নেমে শুরতেই উইকেট হারিয়েছিলো দক্ষিন আফ্রিকাও। আর সেখানেই যেন অনেকেরই মনে হয়েছিলো চাপে ভেঙ্গে পরে দক্ষিন আফ্রিকা। ক্যালিস-স্মিথ-ভিলিয়ার্সের ব্যাটে চড়ে সে ধারনা উড়িয়ে দিয়ে ভালই এগোচ্ছিলো তারা কিন্তু ক্যালিস ৪৭ , স্মিথ ২৮ আর ভিলিয়ার্সে ৩৫ রানে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে ফিরে গেলে আর দাঁড়াতে পারে নি তারা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৩.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৭২ রানে অলআউট হয়ে যায় তারা। জ্যাকব ওরাম নেন ৪ উইকেট এবং নাথান ম্যাককালাম নেন ৩ উইকেট। ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.