যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........
বাসায় কেউ নাই, ক্ষুধায় মাথা নষ্ট। কি করা যায় ভেবে না পাই পথ হারিয়ে কোন পথে যাই। ইউরেকা!! পাইছি ইউটিউব! বানামু কি?? মাথা নষ্ট!! দেখি আগে ফ্রিজে কি আছে!! মুরগী!! এইটা আবার কি ভাবে রান্না করে!! যাইদেখি ইউটিউবে কি কয়!! সার্চ দিয়া দেখি কি কি লাগে!! এইটা কি চিকেন ফ্রাই ! মাল মসল্লা সব ঠিক মতো আছেতো। নাহ রান্না ঘরে সব আছে। লগে একটু চাইনিজ ভেজিটেবল বানাইলে খারাপ হয় না। যাই হোক শুরু করলাম। কিন্তু কাঁচা মরিচ নাই তাই কি করি। আচ্ছা গুড়া মরিচ! দুধ নেই তো ঘোলতো আছে।
১.৫ ঘন্টার কসরতের পর সাফল্য পেলাম। নিজেরটা খেয়ে নিজেই অভিভূত!!
পুরা KFC খালি একটু লবণ কম হইছে!! " style="border:0;" /> " style="border:0;" />
ভালোই তবে গুড়া মরিচের কারনে ঝাল একটু বেশী হইছে!!
পেট ভরছে!! তাই ঘুম পাচ্ছে!! সবাইকে শুভ রাত্রি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।