আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর ফাঁসি

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মৃত্যুদণ্ড পাওয়া আব্দুল হান্নান (২৫) চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পলাতক।

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক রেজাউল করিম বৃহস্পতিবার এ রায় দেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ১৯ এপ্রিল হান্নান যৌতুকের দাবিতে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নার্গিস আক্তারকে গলা টিপে হত্যা করে।

পরে লাশ বাড়ির পাশের আখ খেতে নিয়ে ফেলে দেয়।

পরদিন নার্গিসের বাবা দুদু মিয়া চন্দনাইশ থানায় একটি মামলা করেন। ওই বছরের ২৫ জুলাই পুলিশ অভিযোগপত্র জমা দেয় এবং পরের বছরের ৩১ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার জানান, হান্নান শুরুতে গ্রেপ্তার হলেও পরে জামিন পান। গত বছরের ৭ অাগস্ট আদালত জামিন বাতিল করার পর থেকে তিনি পলাতক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.