আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে মন্দিরে হামলা ও ভাঙচুর

সিলেটে দু'টি মন্দিরে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ সুরমা থানার তেলিরাই ও জালালাবাদ থানার টুকেরবাজার নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত দক্ষিণ সুরমার তেলিরাই এলাকার বড়বাড়ি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। এসময় মন্দিরের ব্যবহৃত জিনিসপত্র তছনছ করে তারা।

জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, টুকেরবাজার নোয়াগাঁও এলাকায় একটি মন্দিরের সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় মন্দিরের কিছু তৈজসপত্র ভাঙচুরও করে তারা।

পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে কাজ শুরু করেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আয়ুব বলেন, এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সিলেট জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযান চলছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা ও মহানগর থানা পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।