আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন
মেলায় এবার ভূত পাঠাবো, মস্ত বড়ো ভূত
বই কেনোনা, ঘুরাঘুরি? পাওনা কোথাও যুৎ
ফাঁকি দিয়ে বাবা-মাকে গোপনে লিখি গল্প
কষ্ট করে বই ছাপিয়ে, মেলায় দেবো অল্প
তোমরা এসে বই হাতিয়ে যাবে আরেক স্টলে
বইটা আমার না নিলেই পড়বে গ্যাঁড়াকলে
বই না নিলে ভূত পাঠাবো, ধরবে চেপে টুটি
হাজার লোকের মাঝে তখন খাবে লুটুপুটি
তাই তো আমি আগে ভাগে, জানিয়ে দিলাম খবর
রেডি হয়ে এসো মেলায়, মজা হবে জবর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।