আমাদের কথা খুঁজে নিন

   

সত্যি সত্যিই কোন গ্লাস পরলে যদি অন্তর্দৃষ্টি বাড়তো তাহলে আমি দুটো গ্লাস প্রথমে দেশের দু্‌ই নেত্রীকে গিফট করতাম।

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। ২০১২ সালের শেষ দিকে চশমার পাওয়ার টা কেমন যেন এডজাস্ট করছিলনা। একটু দূরের দৃশ্য কেমন যেন ডাবল ডাবল দেখা যাচ্ছিল। ডাক্তার দেখাব দেখাব করেও আর হয়ে উঠেনি। বরং কয়েকদিন আগে পুরনো অফিসের এক কলিগ এর সাথে গিযে নতুন ফ্রেম পছন্দ করে মূল্য পরিশোধ করে এলাম কিন্তু ডাক্তার দেখিয়ে পাওয়ার এডজাস্ট করবো বলে গ্লাস না লাগিযে দোকানেই চশমার ফ্রেমটা রেখে এসেছিলাম।

নতুন বছরের প্রথম দিনেই খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল তখন সবেমাত্র বাসার চারপাশের মসজিদগুলোতে ভোরের আযান শুরু হচ্ছে। ধর্ম-কর্মে খুব একটা সক্রিয় না হলেও আজ কেন যেন ইচ্ছে হল উঠে ফজরের নামাজটা পড়ি। প্রচন্ড ঠান্ডায় অজু করে নামাজ পড়ার পর একধরণের মানষিক প্রশান্তি অনুভব করলাম। কিছুদিন আগে বাসায় রাতের খাবার খেতে বসে কোন এক প্রসঙ্গে চোখের পাওয়ার নিয়ে আলোচনা উঠলে ভাইয়া বললেন বাসার অদুরেই খুব ভাল একটা দাতব্য চক্ষু হাসপাতাল আছে তিনি নিজেও সেই হাসপাতালে চক্ষু পরীক্ষা করিয়ে ভাল ফল পেয়েছেন। বিপত্তি হল তিনি লোকেশন বলতে পারলেন কিন্তু ওই হাসপাতালের নাম বলতে পারলেন না।

উনাকে কথা দিয়েছিলাম আমিও একবার ওই হাসপাতালে যাব। আজ সকালে হঠাৎ মনে পড়লো ভাইয়ার সেই চক্ষু হাসপাতালের কথা যেখানে খুব ভোরে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিতে হয়। যথারীতি সকাল সকাল গিয়ে সিরিয়াল নিয়ে আবার বাসায় চলে আসলাম। নয়টার দিকে ডাক্তার বসবেন তাই ঠিক সময়ের পূর্বেই গিয়ে হাজির আমি। বয়সে কিছুটা ইয়াং মহিলা ডাক্তারের রুমে ঢুকে বললাম 'হ্যাপি নিউ ইয়ার।

' ডাক্তার কোনরকম থ্যাংক্যু দিয়েই বললেন একচোখ বন্ধ করুন আর এই অক্ষরগুলো পড়ুন। সুবোধ ছাত্রের মত কিছুক্ষণ ছোট বড় ওলট পালট এ-বি-সি-ডি পড়লাম। সহজাত দুষ্টুমি মাথায় রেখেই বললাম- সিলেবাস কি এটুকুই? এটা মুখস্ত করার পর পরীক্ষা কি লিখিত হবে নাকি মৌখিক হবে? ডাক্তার হেসে বললেন আপনিতো খুব মজার মানুষ, সকাল সকাল মনটা ভাল করে দিলেন। আমিও একটা বিজয়ীর হাসি দিলাম ডাক্তারের উপর ডাক্তারি করতে পেরে। তারপর চোখের কি কি অসুবিধা একে একে শুনে কম্পিউটারাইজড মেশিনে চক্ষু পরিক্ষা করে মুচকি হেসে বললেন আপনারতো চশমার পাওয়ার কমেছে এটা ভাল লক্ষণ।

গ্লাস এর পাওয়ার কমিয়ে দিচ্ছি সাথে একটা ড্রপ দিয়ে দিচ্ছি নিয়মিত ব্যবহার করবেন। আমি বললাম চশমার পাওয়ার কমেছে তার মানে আমার দৃষ্টি শক্তি বেড়েছে? ডাক্তার বললেন হুম...। ডাক্তারের সাথে দুষ্টুমি করেই বললাম আচ্ছা আপনাদেরে এখানে এমন কোন গ্লাস আছে যেটা পরলে শুধু দৃষ্টিশক্তি না অন্তরদৃষ্টিও বাড়বে। ডাক্তার আবারও হাসলেন এবার আর শব্দ আটকিয়ে রাখতে পারলেন না। হাসির শব্দটা বুড়িগঙ্গায় চলন্ত লঞ্চের সাথে ধাক্কা খাওয়া পানির ঢেউয়ের মত মিলিয়ে যেতে কিছুটা সময় নিল।

থ্যাংক্যু দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে এলাম। রিক্সা খুঁজতে খুঁজতে আমার মাথায় একটা বিষয় বারবার ঘুরপাক খাচ্ছিল- বছরের শুরুতে শুধু দৃষ্টিশক্তি বেড়েছে, এমনিভাবে যদি অন্তর্দৃষ্টিটাও বাড়তো আমার-তোমার, দেশের সকলের। ...মনটা একটু বিষাদে ছেয়ে গেল। সত্যি সত্যিই কোন গ্লাস পরলে যদি অন্তর্দৃষ্টি বাড়তো তাহলে আমি দুটো গ্লাস প্রথমে দেশের দু্‌ই নেত্রীকে গিফট করতাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.