আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ইজতেমা শুরু আজ

বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ থেকে টঙ্গীর তুরাগ (কহর দরিয়া) নদের তীরে শুরু হয়েছে। প্রথম পর্বের তিন দিনের ইজতেমার প্রথম দিন আজ। ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে কয়েক লাখ মুসলি্ল এক কাতারে শামিল হয়ে নামাজ আদায় করবেন। দেশ-বিদেশের মুসলি্ল ও তাবলিগ অনুসারীরা টঙ্গীতে আসছেন।

পর্যায়ক্রমে তারা সাথীদের নিয়ে বিভিন্ন পথ দিয়ে মাঠের ভেতরে প্রবেশ করছেন। আমজনতার এ ঢল রবিবার প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হবে। ২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৪৯তম ইজতেমার সমাপ্তি ঘটবে।

২৬ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সারা জাহানে সব মুসলমানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, সমৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত করা হবে। এতে ২০-২৫ হাজার বিদেশি অতিথিসহ দেশ-বিদেশের প্রায় ৪০ লাখ ধর্মপ্রাণ মানুষ শরিক হবে বলে আশা করা হচ্ছে। তুরাগ পাড়ের ১৭টি প্রবেশপথে সব ধরনের নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ৩৯টি খিত্তার ভেতর লাখ লাখ মুসলি্ল তাঁবুর নিচে অবস্থান নিতে শুরু করেছে। গতকাল বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

প্রত্যেক ওয়াক্ত নামাজের পর মুসলি্লদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরবি্বরা বয়ান শুরু করেন। বয়ানগুলো বাংলা, আরবি, ফারসি, মালে, ইংরেজিসহ ১০টি ভাষায় তরজমা করা হয়। তিন মন্ত্রীর ইজতেমা মাঠ পরিদর্শন : গতকাল দুপুরে ইজতেমা মাঠ পরিদর্শন করেন তিন মন্ত্রী ও কর্মকর্তারা। তারা হলেন ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় স্থানীয় এমপি মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল মিয়া, গাজীপুর সিটি মেয়র আবদুল মান্নান, ঢাকা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, র্যাবের অ্যাডিশনাল মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও গাজীপুরের এসপি আবদুল বাতেন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াতসহ কয়েকটি বিরোধী দল ও যুদ্ধাপরাধীরা ইজতেমায় অরাজকতা সৃষ্টি করতে পারে। তাই পাঁচ স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দুপুরে ইজতেমা ময়দানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি্ল যাতে নির্বিঘ্নে ইবাদত করতে পারে সে জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা মাঠে ১০ হাজার বিদেশি অতিথি : এবার ১০০ দেশ থেকে প্রায় ২০-২২ হাজার বিদেশি অতিথি টঙ্গী আসবে।

গতকাল বিকাল পর্যন্ত সৌদি আরব ও কাতার থেকে ৫ হাজার, পাকিস্তান, ভারত, দিলি্ল থেকে আড়াই হাজার বিদেশি মেহমান মাঠে এসে পেঁৗছেছে। এ ছাড়া ইরাক, ইরান, মালয়েশিয়াসহ ২০-২৫টি দেশ থেকে প্রায় ১ হাজার ২০০ অতিথি ঢাকার কাকরাইল জামে মসজিদ ও ইজতেমা মাঠে রয়েছে। র্যাব ও পুলিশের পর্যবেক্ষণ ও ওয়াচ টাওয়ার : ইজতেমায় র্যাবের পক্ষ থেকে ৯টি পর্যবেক্ষণ টাওয়ার ও পুলিশের পক্ষ থেকে ৫টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এসব টাওয়ার থেকে র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা দুরবিন দিয়ে পুরো মাঠ তদারকি করবেন। সেই সঙ্গে প্রবেশপথগুলোয় বসানো হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা।

স্বাস্থ্যসেবা : মুসলি্লদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অতিরিক্ত ৫০টি শয্যা বাড়ানো হয়েছে। জরুরি স্থানান্তরের জন্য ময়দানের আশপাশে ২২টি অ্যাম্বুলেন্স সর্বক্ষণ নিয়োজিত থাকবে। ইজতেমা ময়দান এলাকায় অস্থায়ী ৪৪টি বেসরকারি মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়াও একটি ট্রমা সেন্টার খোলাসহ বার্ন ইউনিট, অ্যাজমা ইউনিট খোলা হবে। বিশেষ বাস ও ট্রেন সার্ভিস : ট্রাফিক ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীমুখী স্পেশাল ২১টিসহ সর্বমোট ৪২টি ট্রেন চালু থাকবে।

এ ছাড়া ২৬ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ইনওয়ার্ড ও আউটওয়ার্ড সর্বমোট ১০২টি ট্রেন চালু থাকবে। মুসলি্লদের কাছে ভেজাল খাদ্য সরবরাহ ও নিম্নমানের খাবার বিক্রি বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করবেন আটজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও ২২টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.