সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত সালমা (২৭) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছেন।
আজ বেলা পৌনে ১১টায় রাজধানীর তুরাগের বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
নিহত সালমা রানা প্লাজার একটি গার্মেন্টসে কাজ করতো। রানা প্লাজা ধসের সময় তার মাথা এবং শরীরে গুরুতর আঘাত পায়। সালমার স্বামী বাবু আজ সকালে ঘুম থেকে ওঠে দেখেন তার স্ত্রী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সালমা তার স্বামী বাবুর সঙ্গে তুরাগ থানার ভাটুরিয়া এলাকার বামনার টেকে ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ভাটুরিয়ায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।