বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন জামায়াতের আমির হয়ে গেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এ বক্তব্য এলো।
আমি যদি প্রধানমন্ত্রীকে বলি, জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন না যাওয়ার ঘোষণা দেয়ার পরও তাকে অসুস্থতার কথা বলে সিএমএইচএর রেখে কার্যত প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সভাপতি হয়ে গেছেন। ’’
শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, “জামায়াতে ইসলামী ১৮ দলীয় জোটের একটি শরিক দল। আমাদের সঙ্গে জামায়াতের নীতি আদর্শের বহু ফারাক আছে। জামায়াতের সঙ্গে আমাদের নির্বাচন-ভোটের ঐক্য আছে।
”
খালেদা জিয়াকে জামায়াতের আমীর বলায় প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিন্দনীয়। আমরা বলতে চাই, সংখ্যালঘুদের ওপর যারা হামলা করেছে, তারা সরকারের লোকজন। জামায়াতের কথা বলে একে আড়াল করতে পারবেন না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক শিষ্ঠাচারবর্হিভূত। ”
অবিলম্বে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত কমিটি করে সংখ্যালঘুদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
রিপন অভিযোগ করেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ মাঠ পর্যায়ে বিএনপির ১৩১টি কার্যালয় ভাংচুর করে পুড়িয়ে দিয়েছে।
“প্রহসনের নির্বাচন সামনে রেখে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যে ধড়পাকড় শুরু হয়েছিল, তা এখনো চলছে। যৌথ বাহিনীর অভিযানের নামে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও পরিবার-পরিজনদের ওপর নির্যাতন-হয়রানি করা হচ্ছে। ”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে রিপন বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারির যে নির্বাচনের ট্রেন চলেছে, তাতে বিনা টিকেটে অবৈধ যাত্রী উঠেছিল। মোবাইল কোর্ট বসলে ওইসব অবৈধ যাত্রীদের জেল-জরিমানা হতো।
ওই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। তাই ওই নির্বাচনে গঠিত সরকার অবৈধ। ”
নবম সংসদের মেয়াদ হওয়ার আগেই নতুন সংসদের সদস্যদের শপথ হওয়ায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা মোটেও ভুল করিনি। ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি।
আগামী দিনেই প্রমাণ হবে, ওই নির্বাচনে আমাদের না যাওয়া কতোটা যৌক্তিক ছিল। ”
সরকারকে সমঝোতার পথে আসার আহবান জানিয়ে রিপন বলেন, “দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমঝোতা জরুরি। আর বিবাদ-বিরোধ-প্রতিহিংসা নয়। সংলাপের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। ”
ইজতেমা
রোববার এটলাস ভবন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে ব্রিফিংয়ে জানান রিপন।
তিনি বলেন, “বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিরা ট্রেনের ছাদে বসে টঙ্গী যাচ্ছেন। আমরা সরকারের কাছে দাবি জানাব, অবিলম্বে বিশেষ ট্রেনের সংখ্যা বৃদ্ধি করুন। মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা করুন। ”
অন্যদের মধ্যে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।