আমাদের কথা খুঁজে নিন

   

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

১.'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট_

ক. মুক্তিযুদ্ধের প্রস্তুতি খ. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট

গ. মুক্তিযুদ্ধের শেষ ঘ. দেশ গড়া

২.'ব্রাত্য' শব্দের সমার্থক_

ক. পতিত খ. ব্যত্যয় গ. বূ্যহ ঘ. ব্রত

৩.কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?

ক. দেবদাস খ. শ্রীকান্ত গ. মৃত্যুক্ষুধা ঘ. বড়দিদি

৪.'চকলেট' শব্দটি এসেছে কোন ভাষা থেকে?

ক. ফরাসি খ. মেঙ্কিান গ. ইংরেজি ঘ. পর্তুগিজ

৫.'গণদেবতা' উপন্যাস কার লেখা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

গ. অন্নদাশঙ্কর রায়ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬.'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।' এটি কার রচনা?

ক. আলাওলখ. ভারতচন্দ্র রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুরঘ. শেখ ফজলুল করিম

৭.'সংবিধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সং + বিধানখ. সং + অবিধান

গ. সম্ + বিধানঘ. সম + ধান

৮.কোন বানানটি শুদ্ধ?

ক. সমীচীন খ. সমিচীন গ. সমীচিন ঘ. সমিচিন

৯.একাত্তরের দিনগুলি কে লিখেছেন?

ক. জাহানারা ইমামখ. হাসান ইমাম

গ. আলী ইমামঘ. আখতার ইমাম

১০.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?

ক. দেবদাস খ. শ্রীকান্ত গ. চরিত্রহীন ঘ. গৃহদাহ

উত্তরমালা : ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.গ ৮.ক ৯.ক ১০.খ

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.