ধর্ষণের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত জেলাশাসক এবং পুলিশ সুপারকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে, যৌন হেনস্থা বা ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনায় বিন্দুমাত্র প্রশাসনিক শিথিলতা বরদাস্ত করতে রাজি নয় সরকার। শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ পেলে সবার আগে নির্যাতিতার বয়ান মেনে ব্যবস্থা নেওয়া এবং তাকে নিরাপত্তা দেওয়াই হবে পুলিশ ও প্রশাসনের প্রথম কাজ।
গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে এমন নির্দেশই দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডি।
কলকাতার পার্ক স্ট্রিট, কাটোয়া, কামদুনি, মধ্যমগ্রাম এর আগে নানা ঘটনায় যে ভাবে বিতর্কে জড়িয়েছিল, সেটা আর কোনও মতেই বাড়াতে চায় না রাজ্য। ধর্ষণের মতো ঘটনায় প্রশাসন যে নির্যাতিতার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে এবং অপরাধীদের কড়া হাতে মোকাবিলা করবে, রাজ্যবাসীর কাছে এই বার্তাই দিতে চান মুখ্যমন্ত্রী।
প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার বক্তব্য, বৃহস্পতিবার লাভপুর ধর্ষণ-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরেই এসপি-কে সরিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এ ধরনের মামলায় সরকার সদর্থক পদক্ষেপ করতে কতটা আগ্রহী। আর এ নির্দেশিকা তারই পরবর্তী ধাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।