পাকিস্তানে মুহাম্মাদ আসগর নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করায় তাকে ফাঁসির আদেশ দিয়েছে রাওয়ালপিন্ডির একটি আদালত। এছাড়া, ব্লাসফেমি আইনে দোষী সাব্যস্ত হওয়ায় ৬৫ বছর বয়সী ওই স্বঘোষিত নবীকে অতিরিক্ত জেলা ও সেশন জজ নাভিদ ইকবাল দশ লাখ রূপি জরিমানা করেছেন।
আসগরকে পাকিস্তানের পুলিশ ২০১০ সালে গ্রেফতার করে। তার আগে সে দেশটির বিভিন্ন ব্যক্তিকে নিজের নবুয়ত দাবি করে চিঠি লিখেছিল। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তাও ছিলেন।
পাকিস্তানের ব্লাসফেমি আইনে বলা হয়েছে- কোনো ব্যক্তি লিখিত অথবা মৌখিকভাবে মহানবী (স) কে অবমাননা, ব্যঙ্গ বা কৌশলে কটাক্ষ করলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তির মুখে পড়বে। সেইসঙ্গে একইব্যক্তি জরিমানাও দিতে বাধ্য থাকবে।
মামলা চলার সময় সরকারের পক্ষে কৌঁসুলি জাভেদ গুল আসগরের নবী দাবি করে লেখা চিঠির একটি কপি আদালতে উপস্থাপন করেন। এ চিঠির সত্যতার পক্ষে চার পুলিশ সাক্ষ্য দেন।
এছাড়া, আসগরের হাতের লেখা চিঠি প্রমাণের জন্য হস্তলিপি বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়েছে।
এর পাশাপাশি আসগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দীও আদালতে তুলে ধরা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।