আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখার আহ্বান মন্ত্রীর

অর্থনীতি ও রাজনীতিকে এক কাতারে আনা উচিত নয় বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে মহিষের জিনবিন্যাস উন্মোচন ঘোষণার অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তোফায়েল বলেন, “আমরা যদি অর্থনৈতিক ক্ষেত্রে ঐক্যমত পোষণ করে বাণিজ্যকে এগিয়ে নিতে পারি তাহলেই দেশ স্বল্প সময়ে উন্নত হবে।

“রাজনীতি নিজ জায়গায় থাকুক। অর্থনীতি নিজ গতিতে চলুক।

অর্থনীতির জন্য রাজনীতির দ্বিমত দরকার নাই। ”

এরপর মন্ত্রী আনুষ্ঠানিকভাবে মহিষের জিনবিন্যাসের চিত্র উম্মোচন করেন।

চীনের গবেষণা প্রতিষ্ঠান বেইজিং জিনোম ইনস্টিটিউটের সহায়তায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান লাল তীর লাইফস্টক লিমিটেডের একদল গবেষক মহিষের জিনবিন্যাস উম্মোচন করেন।

গবেষক দলের অন্যতম সদস্য মনিরুজ্জামান অনুষ্ঠানে বলেন, জিনবিন্যাস জানতে পারায় এখন মহিষের উন্নত জাত বের করা হবে।

এর মাধ্যমে দেশের মাংস ও দুধের চাহিদা পূরণে ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তিনি।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী, চীনের রাষ্ট্রদূত লি জুন বক্তব্য রাখেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.