আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাস বাড়ে আলিঙ্গনে

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে দুজনের প্রতি দুজনের বিশ্বাস অনেকখানি বেড়ে যায়। আর এই বিশ্বাস বাড়ার পেছনে ভূমিকা রাখে অক্সিটোসিন। আলিঙ্গনে দুজনের শরীরেই অক্সিটোসিন উৎপন্ন হয়। অক্সিটোসিন মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি তৈরি করে। গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে, মাত্র ২০ সেকেন্ডের আলিঙ্গনই একে অপরের প্রতি বিশ্বাস বেশ খানিকটা বাড়িয়ে দেয়।

অক্সিটোসিনের কারণে ভালোবাসার মানুষটিকে আলিঙ্গন করলে মানসিক চাপ ও বিষণ্নতা কমে যায় অনেকখানি। এছাড়াও নিয়মিত প্রিয় মানুষটিকে আলিঙ্গন করলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

গবেষক মাইকেল কসফিল্ড ও তার সহকর্মীদের এই গবেষণায় জানা গিয়েছে, নিয়মিত আলিঙ্গন করলে পরষ্পরের প্রতি বিশ্বাস বাড়ে ও একে অপরকে হারাবার ভয় কমে যায়। নিজেদের মধ্যে সন্দেহ প্রবণতা থাকলে সেটাও কমে যায়। এমনকি শরীরে অক্সিটোসিন উৎপন্ন হওয়ার ফলে ড্রাগ, চিনি, মদ ইত্যাদির প্রতি নেশাও কমে যায়।

তাই সুস্থ্ ও সুন্দর জীবন যাপনের জন্য প্রিয় মানুষটিকে নিয়মিত আলিঙ্গন করার বিকল্প নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.