শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে এ খেলা।
আজ বাংলাদেশে পক্ষে অভিষেক হয়েছে শামসুর রহমানের। এই উদ্বোধনী ব্যাটসম্যান বাংলাদেশের ৭১তম টেস্ট ক্রিকেটার।
তিন পেসার নিয়ে খেলছে স্বাগতিক দল।
রবিউল ইসলাম, রুবেল হোসেনের সঙ্গী গত সিরিজেই অভিষিক্ত আল-আমিন। বাদ পড়েছেন আব্দুর রাজ্জাক। অন্যদিকে বাবা অসুস্থ থাকায় দেশে ফিরে গেছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রসন্ন জয়াবর্ধনে।
বাংলাদেশ:
তামিম ইকবাল, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, রুবিউল ইসলাম, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।
শ্রীলঙ্কা:
কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), দিলুরুয়ান পেরেরা, সামিন্দা এরাঙ্গা, রঙ্গনা হেরাথ ও সুরঙ্গা লাকমাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।