আমাদের কথা খুঁজে নিন

   

স্পিকার মনোনয়ন: মঙ্গলবার বসছে আ. লীগ

সন্ধ্যা ৬টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হবে বলে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের জানিয়েছেন।

সোমবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামীকাল সংসদীয় দলের বৈঠক হবে। আমি আগেও বলেছি আমাদের দলে ৮-১০ জন আছেন- যারা স্পিকার, ডেপুটি স্পিকার হওয়ার যোগ্য।

“সংসদীয় দলের বৈঠকে আলোচনার সুযোগ থাকলে আমরা সবাই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা করব। আর যদি সংসদ নেতা কোনো সিদ্ধান্ত দেন তবে আমরা সর্বসম্মতভাবে তা মেনে নেব।

হুইপ আতিউর রহমান আতিক, মো. শাহাব উদ্দিন, ইকবালুর রহিম, সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন) ও শহীদুজ্জামান সরকারও এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের পরিচয় তুলে ধরেন।

শুক্রবার  আ স ম ফিরোজকে প্রধান হুইপ এবং বাকিদের হুইপ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

সংবিধানের বিধান অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে।

বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরী নবম সংসদের সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ পরিচালনার দায়িত্বে আসেন।

নতুন স্পিকার হিসাবে এর আগে শিরীন শারমিনের নাম শোনা গেলেও দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে কার্যক্রম এখনো শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ এ পর্যন্ত মনোনয়নপত্র জমা না দেয়ায় সব ঠিক থাকলে ৩ ফেব্রুয়ারি তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারে ইসি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.