মরণ আমার ভালো লাগে বিদায় ২০১২। গানে গানে, প্রীতি ভালবাসায় সিক্ত ও আপ্লুত হয়ে ব্লগিয় জীবনের আট মাসাধিক সময়কাল অতিক্রান্ত হতে না হতেই বছর ঘুরে গেলো। এই পরিসরে সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসীম ভালবাসা। জসীমউদ্দীনের মাটির সোঁদা গন্ধমাখা কাব্য দিয়ে পদচারনা শুরু করেছিলাম, গ্রাম বাংলার মাটির গান দিয়েই শেষ করি বছরটি। আগামী সময়গুলোও ভরে থাকুক গানে গানে, এই আশায় - সু-স্বাগতম ২০১৩ গ্রাম বাংলার মাটির গান ০১ কে বানাইল রংমহল খানা (লালন সাঁই) - চন্দনা মজুমদার ০২ মানুষ ছাড়া খ্যাপা রে তুই (লালন সাঁই) - চন্দনা মজুমদার ০৩ আমার বন্ধু বিনোদিয়া (শমসের আলী) - চন্দনা মজুমদার ০৪ আমারে বানাইলে পিরিতের দিওয়ানা (প্রচলিত) - দুলাল ভৌমিক * ০৫ ফুরু থাকিতে যে খেইর (শাহ আব্দুল করিম) - দুলাল ভৌমিক * ০৬ কি সুন্দর এক ঘর বানাইসে (প্রচলিত) - মাহবুব পিয়াল ০৭ মুর্শিদ ধন হে (শাহ আব্দুল করিম) - মাহবুব পিয়াল ০৮ মন মনরা পাখিরে (শাহ মোহাম্মদ শাহনূর) - মাহবুব পিয়াল ০৯ এ সব দেখি কানার হাটবাজার (লালন সাঁই) - চন্দনা মজুমদার ১০ প্রান কান্দে মন কান্দে রে (শাহ আব্দুল করিম) - চন্দনা মজুমদার ১১ আমি কেমন করে পত্র লেখিরে (প্রচলিত) - কিরন চন্দ্র রায় ১২ এই পৃথিবী যেমন আছে (বিজয় সরকার) - কিরন চন্দ্র রায় * গানচিল ভাইয়ের সৌজন্যে। কোয়ালিটি - ১৬০ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ - ৮৭ মেগাবাইটস ডাউনলোড - গ্রাম বাংলার মাটির গান এবং গ্রাম বাংলার মাটির গান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।