বাড়তি নিরাপত্তার জন্য প্রথমবারের মতো ১৯মত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের ভেতরে ও প্রবেশ পথের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
সোমবার মেলার ১৭মত দিনে বিজিবি মোতায়েন করা হয়। সকাল থেকেই এক প্লাটুন বিজিবি সদস্য মেলা প্রাঙ্গণ ও এর আশপাশে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলার নিরাপত্তার স্বার্থে সরকার বিজিবি সদস্যদের নিয়োগ করেছে। সরকার যতক্ষণ তাদের মেলায় থাকতে বলবে তারা ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
মেলায় দায়িত্বরত বিজিবি সদস্যদের কমান্ডার নায়েব সুবেদার সারওয়ার জানান, মেলার নিরাপত্তার জন্য সরকার আমাদের নিয়োগ করেছেন। তবে বিজিবি সদস্য মোতায়েনের কারণ সম্পর্কে তিনি কিছু বলেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।