নকশা তৈরির মশলা তোমার হাতে- আমি হাঁটি দুর্বা শুকানো পথে জাল বিস্তৃত রাজ্যে- থমকে দাড়ালে থেমে যায় তামাম পৃথিবী। সাজানো বেঞ্চি প্রতিযোগীরা সব প্রস্তুত; আব্দার আর অনুযোগ কোনটাই শিখিনি প্রস্তুতি পর্বে...ক্লাসে অমনোযোগী যারা তাদেরও শেষে আমি-... আছে শুধু প্রকৃতি জ্ঞান, ভালোবাসা আর কবিতা। ধুয়ার সম্পানে হাত জোড় করে দাড়াতে পারি র্নিলজ্জ। বক্তৃতা কিংবা মিছিলে ভয় পাই। আবডালে থাকি জঙ্গি বিমানের আওয়াজে। এখনও লাস্ট বেঞ্চিতে-ভয়হীনতা অর্জনে সাহসী হয়ে বেঞ্চি ডিঙাবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।