আমাদের কথা খুঁজে নিন

   

মানুষখেকো ইঁদুর বোঝাই জাহাজ আটলান্টিকে নিরুদ্দেশ

আটলান্টিক মহাসাগরে হারিয়ে যাওয়া একটি ভূতুড়ে জাহাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ফেব্রুয়ারি থেকে ১ হাজার ৪০০ টন ওজনের ১০০ মিটার লম্বা বিশালাকৃতির এই জাহাজটির কোনও চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে সঙ্কার বিষয় হচ্ছে, জাহাজের কার্গোতে রয়েছে অসংখ্য রোগাক্রান্ত মানুষখেকো ইঁদুর।   যা কিনা যথেস্ট আশ্চর্যজনক।

স্যাটেলাইটের যুগে যেখানে গুগল আর্থ দিয়ে সবকিছু খুঁজে বের করা যায় সেখানে বিশালাকৃতির এই জাহাজ হারিয়ে যাওয়ায় বড় ধরনের রহস্যের সম্মুখীন হয়েছেন সংশ্লিষ্টরা।

যদিও অনেক গবেষক বলছেন জাহাজটি হয়তো ইতোমধ্যে ডুবে গেছে, তাই এটি খুঁজে পাওয়া আর সম্ভব নয়।

প্রায় মাস দশেক আগে জাহাজটি থেকে শেষ একটি ইমারজেন্সি সিগনাল গ্রহণ করা হয়। সে সময় এটি আয়ারল্যান্ড থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে ছিল। সেই সিগনাল থেকে জাহাজটিকে খুঁজে বের করা সম্ভব ছিল না। এরপর থেকে জাহাজটির আর কোনও হদিস মেলেনি।

আর জাহাজে থাকা নাবিক এবং ক্রু'দের ভাগ্যে কি ঘটেছিল সেটিও জানা যায়নি।

মজার ব্যপার হচ্ছে, সমুদ্রের আইন অনুযায়ী কেউ যদি কোনও হারিয়ে জাওয়া জাহাজ খুঁজে বের করতে পারে, তবে সে ব্যক্তি সেই জাহাজের মূল্যমানের সমান পুরস্কার পাবে। আর হারিয়ে যাওয়া এই জাহাজটির মূল্য ১ মিলিয়ন ডলারের কিছু বেশি। তাই অনেকেই হয়তোইতোমধ্যে বেরিয়ে পড়েছে মানুষখেকো ইঁদুর বোঝাই হারিয়ে যাওয়া জাহাজটির সন্ধানে।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।