আমাদের কথা খুঁজে নিন

   

মানুষখেকো ভুত

আিম স্কুল জীবন েথেক িলিখ শহীদুল ইসলাম প্রামানিক শুনলাম সেদিন ওদের মুখে রাম কিশোরের বিলে আস্ত মানুষ খাচ্ছে নাকি তিনটা ভুতে মিলে। একটা নাকি জন্ম কানা আরেকটা নাকি খোঁড়া অন্য ভুতের নাইরে মাথা পা নাকি তিন জোড়া। হাটতে নাকি জানেনা কেউ সদাই বসে থাকে একলা কারেও পেলে নাকি হাত ইশারায় ডাকে। মাছের নেশায় আসলে কেহ পায়না নাকি ছাড়া ঘপাৎ করে ঘার ধরে তার খায় কপাকপ তারা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।