সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচ্যসূচি ধরে আলোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে বৈঠকে থাকা এক মন্ত্রী জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, উপজেলা নির্বাচনী এক্সপ্রেসে বিএনপি ওঠেছে। তাই প্রত্যেক জায়গায় যেন দলের একক প্রার্থী থাকে। ”
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের পর আগামী মাসেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, যা ছয় ধাপে শেষ হবে।
সংসদ নির্বাচনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অনেক নেতা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন, এদের মধ্যে এক ডজনের বেশি আসনে তারা জয়ও পেয়েছেন।
সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের আরেক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতায় থেকেও ভরাডুবি হয় আওয়ামী লীগের।
ওই মন্ত্রী বলেন, “পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পরাজয়ের পর এই উপজেলা নির্বাচনকে ইমেজ বৃদ্ধির নির্বাচন হিসাবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। ”
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেও আওয়ামী লীগ সভানেত্রী দলের নেতাদের নির্দেশ দেন।
“নির্বাচন নিয়ে সহিংসতায় দলীয় নেতাকর্মী ছাড়াও ক্ষতিগ্রস্ত অন্যদের খোঁজ-খবর নেয়া ও চিকিৎসার বিষয়টি দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী,” বলেন ওই মন্ত্রী।
তথ্য মন্ত্রণালয় সম্প্রচার নীতিমালার যে খসড়া চূড়ান্ত করেছে, সে বিষয়ে বিস্তারিতও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার কাজ শিগগিরই শেষ করতে যোগাযোগমন্ত্রীকে তাগিদ দেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।