আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে কালিমা লাগাবেন না: এমপিদের হাসিনা

বিএনপিবিহীন দশম সংসদের যাত্রা শুরুর আগের দিন মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছেন।

বৈঠকের পর সংসদের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, “সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা সকল সংসদ সদস্যকে স্বচ্ছ-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছেন, যাতে কলঙ্কের কালিমা কারো গায়ে না লাগে। ”

দুর্নীতি-স্বজনপ্রীতি-অনিয়ম পরিহার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

সভায় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের তাণ্ডব-হত্যা-অগ্নিসংযোগের বিষয়গুলো তুলে ধরতে আওয়ামী লীগের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে।

আমরা যে ক্ষমতায় এসেছি তার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ওয়ান-ইলেভেনের ভুত এখনো রয়েছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সংসদ সদস্য।

উপজেলা নির্বাচনে জোর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে তাতে অংশ নেয়ার ওপর জোর দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সংসদীয় দলের সভায় তিনি এই নির্দেশনা দেন বলে বৈঠকে অংশ নেয়া আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিএনপিবিহীন সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একদিন আগে মন্ত্রিসভার বৈঠকেও উপজেলা নির্বাচনের বিষয়ে গুরুত্ব দিতে মন্ত্রিসভার সদস্যদের বলেছিলেন হাসিনা।

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের আরেক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতায় থেকেও ভরাডুবি হয় আওয়ামী লীগের।   সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনের তোড়জোর রয়েছে বিএনপিতে।

এবার ছয় ধাপে উপজেলা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ১০২টি উপজেলায় এবং আগামী ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলেও রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে প্রার্থী ঠিক করে থাকে।

সংসদীয় দলের বৈঠকের পর গাজীপুরের সংসদ সদস্য রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ নেতা বলেছেন, উপজেলা নির্বাচন টাফ হবে। সকল এমপিকে তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে উপজেলা নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন তিনি। ”

নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুরের এক সংসদ সদস্য বলেন, “প্রত্যেক উপজেলায় যাতে দল থেকে একজন করে প্রার্থী মনোনয়ন দেয়া হয়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ”

সংসদ নির্বাচনে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অনেক নেতা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন, এদের মধ্যে এক ডজনের বেশি আসনে তারা জয়ও পেয়েছেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.