কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক জানান, জামিনের কাগজ পেয়ে বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই বিএনপি নেতাকে মুক্তি দেয়া হয়।
গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামীর তাণ্ডব এবং ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় ভাংচুর, বোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানায় পাঁচটি ও ভাটারা থানায় একটি মামলায় সম্প্রতি জামিন পান হান্নান শাহ।
গত বছর ২৫ নভেম্বর রাজধানীর গুলশান থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। গত ২৯ নভেম্বর থেকে কাশিমপুরেই রাখা হয়েছিল বিএনপির এই নেতা।
গাজীপুর বিএনপির নেতা-কর্মীরা কারাফটকে হান্নান শাহকে স্বাগত জানান। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল আলম বাবুল, জেলা ছাতদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।