কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের লুটকৃত টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার হওয়ার পর আজ বুধবার ব্যাংকে পুনরায় লেনদেন শুরু হয়েছে। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সকাল থেকেই কিশোরগঞ্জ সোনালী ব্যাংকে গ্রাহকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। গত রবিবার টাকা লুটের ঘটনা জানাজানি হওয়ার পর ব্যাংকে অনেকটা অচলাবস্থা বিরাজ করছিল। কিন্তু আজই বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংকে এসেছেন।
কর্মকর্তা-কর্মচারীরা গত দুদিনের ধকল কাটিয়ে এখন নিশ্চিন্তে কাজকর্ম করছেন। এ ব্যাপারে ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজার এ কে এম ফজলুল হক বলেন, আমরা গত দুদিন খুবই দুশ্চিন্তায় ছিলাম। এখন টাকা উদ্ধার ও আসামি গ্রেফতার হওয়ায় স্বস্তিতে এবং স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছি।
এদিকে, ব্যাংকের হিসাব পরিদর্শন ও ভল্টের নিরাপত্তা বিষয়টি দেখতে আজ সকালে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-ব্যবস্থাপক ফায়েজ উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ব্যাংকে এসেছেন। তারা এসেই কাজ শুরু করে দিয়েছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, উপ-পরিচালক রুকনুজ্জামান, উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান ও সহকারী পরিচালক আমিনুল হক ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।