আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি পেলেন মীর নাছির

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুর কাদের জানান, বুধবার বেলা পৌনে ২টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উচ্চ আদালতের জামিনের অনুলিপি সকালে কারাগারে এসে পৌঁছালে দুপুরে তাকে মুক্তি দেয়া হয়। 

অবরোধে নাশকতার মামলায় গত বছর ২৮ নভেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সাবেক প্রতিমন্ত্রী মীর নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।  

প্রায় দুই মাস পরে ২৬ জানুয়ারি উচ্চ আদালত থেকে জামিন পান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মীর নাছির।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ।

গত বছরের ৫ মে রাজধানীতে হেফাজতে ইসলামীর কর্মীদের তাণ্ডব এবং ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় ভাংচুর, বোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার পাঁচটি ও ভাটারা থানার একটি মামলায় সম্প্রতি জামিন পান হান্নান শাহ।

গত বছর ২৫ নভেম্বর রাজধানীর গুলশান থেকে হান্নান শাহকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। গত ২৯ নভেম্বর থেকে কাশিমপুরে কারাগারে রাখা হয় বিএনপির এই নেতাকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.