আমাদের কথা খুঁজে নিন

   

রায়ের সঙ্গে সঙ্গে হরতাল বাবরের এলাকায়

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আদালতে খালেদা জিয়ার সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উপস্থিতিতে এই মামলার রায় হয়। রায়ে তার সঙ্গে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন ওই সময়কার মন্ত্রী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীও।  

রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মদন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিল থেকে হরতালের স্লোগান দেয়া হলে তাৎক্ষণিকভাবে উপজেলা সদরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

উপজেলা শহরে দফায় দফায় মিছিলের পর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ হারেছ, সাধারণ সম্পাদক এন আলমসহ অন্য নেতারা।

আদালতের এই রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে রায় পুনর্বিবেচনা করে ওই আসনের সাবেক সংসদ সদস্য বাবরের মুক্তি দাবি করেন হারিছ।

তা নাহলে লাগাতার আন্দোলনের হুমকি দেন তিনি। সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান এই বিএনপি নেতা।

মদন থানার এসআই শামছুল আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করলেও কোনো গোলযোগ হচ্ছে না।

২০০১ সালের নির্বাচনে মদন থেকে নির্বাচিত হয়ে সংসদে যান বাবর, হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই সরকারে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আলতাফ হোসেন চৌধুরী থাকলেও পরে তাকে সরিয়ে দেয়া হলে মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব সামলান বাবর।

বাবরের সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তখন আলোচনায় উঠেছিল।

বাবর ২০০৭ সালে জরুরি অবস্থার পর গ্রেপ্তার হলেও পরে ছাড়া পান। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বহিষ্কৃত হন তিনি।

ওই নির্বাচনে ভালো ভোট পেয়ে হারলেও পরে বিএনপি তাকে দলে ফিরিয়ে নেয়। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবর পুনরায় গ্রেপ্তার হন। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।  

বাবরের বিরুদ্ধে রায়ের পর মদন ছাড়াও নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা সদরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

মোহনগঞ্জ উপজেলা সদরে শহীদ মিনার সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন দলের উপজেলা সভাপতি আ ক ম শফিকুল হক, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার।

খালিয়াজুরী সদরে শহীদ মিনারের সামনে বিক্ষোভ শেষে সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম আজাদ আকবরী, সাধারণ সম্পাদক খোকন তালুকদার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।