ও বিষের বাঁশী শুনে ঘরে থাকা দায় মেঘ
সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে ---
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ-দোলায় শুয়ে --
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে।
সন্ধ্যা সকাল মেঘের মেলা - কূলকিনারা ছাড়ি
রং বেরঙের পাল তুলে দেয় দেশবিদেশে পাড়ি।
মাথায় জটা মেঘের ঘটা আকাশ বেয়ে ওঠে,
জোছনা রাতে চাঁদের সাথে পাল্লা দিয়ে ছোটে।
শিশুর দেহ
চশমা আঁটা পণ্ডিতে কয় শিশুর দেহ দেখে --
"হাড়ের পরে মাংস গেঁথে, চামড়া দিয়ে ঢেকে,
শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাঁধল দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু।
"
কবি বলেন, "শিশুর মুখে হেরি তরুণ রবি,
উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি।
হাসিতে তার চাঁদের আলো, পাখিরর কলকল,
অশ্রুকণা ফুলের দলে শিশির ঢলঢল"
মা বলেন, "এই দুরুদুরু মোর বুকেরই বাণী,
তারি গভীর ছন্দে গড়া শিশু্র দেহখানি।
শিশুর প্রাণে চন্চলতা আমার অশ্রুহাসি,
আমার মাঝে লুকিয়েছিল এই আনন্দরাশি।
গোপন কোন্ স্বপ্নে ছিল অজানা কোন্ আশা,
শিশুর দেহে মূর্তি নিল আমার ভালবাসা। "
কেন সব কুকুরগুলো
কেন সব কুকুরগুলো খামখা চ্যাঁচায় রাতে?
কেন বল্ দাঁতের পোকা থাকে না ফোঁকলা দাঁতে?
পৃথিবীর চ্যাপ্টা মাথা, কেন সে কাদের দোষে?
এসো ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে।
মনের মতন
কান্না হাসির পোঁটলা বেঁধে, বর্ষভরা পুঁজি,
বৃদ্ধ বছর উধাও হ'লো ভূতের মুলুক খুঁজি।
নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ঐ দ্বারে,
বল্ দেখি মন, মনের মতন কি দিবি তুই তারে?
আর কি দিব? - মুখের হাসি,ভরসাভরা প্রাণ,
'সুখের মাঝে দুখের মাঝে আনন্দময় গান।
আবোল তাবোল
এক যে ছিল রাজা - (থুড়ি, রাজা নয় সে ডাইনি বুড়ি)!
তার যে ছিল ময়ূর -- (না না,
ময়ূর কিসের? ছাগল ছানা)।
উঠানে তার থাক্ত পোঁতা --
-- (বাড়িই নেই, তার উঠান কোথা)?
শুনেছি তার পিসতুতো ভাই-
-(ভাই নয়তো, মামা-গোঁসাই)।
বল্ত সে তার শিষ্যটিরে -
-(জন্ম বোবা, বলবে কিরে)।
যা হোক, তারা তিনটি প্রাণী-
-(পাঁচটি তারা সবাই জানি!)
থও না বপু খ্যাঁচাখেঁচি
- (আচ্ছা বল, চুপ করেছি)।
তারপরে যেই সন্ধ্যাবেলা,
যেম্নি না তার ওষুধ গেলা,
অমনি তেড়ে জটায় ধরা--
--(কোথায় জটা? টাক যে ভরা!)
হোক্ না টেকো তোর তাতে কি?
গোমরামুখো মুখ্যু ঢেঁকি!
ধরব ঠেসে টুঁটির পরে
পিটব তোমার মুন্ডু ধরে।
এখন বাছা পালাও কোথাও
গল্প বলা সহজ কথা? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।