মহান লেখক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রুশল্পী (এবং আরও অনেককিছু) এর জন্মদিন গেল গতকাল। গতকালই আমি চেয়েছিলাম তাকে নিয়ে কিছূ লিখতে কিন্ত বিভিন্ন কারনবশত তা আর হয়ে ওঠেনি। যদিও তার অনেক পরিচয়, তবুও আমি তাকে আমার প্রিয় লেখক হিসাবে বলতেই পছন্দ করি। সেই যখন ক্লাশ ফাইভ এ পড়ি, সে সমই হাতে প্রথম এসেছিল তার ছিন্নমস্তার অভিশাপ এবং আমার তার প্রতি সেই মুগ্ধতা এখনও কাটেনি। তার পর একে একে বাদশাহী আংটি, গ্যাংটকে গন্ডগোল, সোনার কেল্লা এবং আরও পরে তার প্রফেসর শঙ্কু এবং তার যাবতীয় ছোট গল্প এবং তার ও পরে তার বিখ্যাত ছবি গুপি গাইন বাঘা বাইন, হিরক রাজার দেশে ইত্যাদি ছবি দেখতাম মন্ত্রমুগ্ধ হয়ে। তিনি বিশেষ করে শিশুদের মধ্যে পড়াশোনার অভ্যাস তৈরীতে অনেক বড় একটা ভুমিকা রেখেছেন। তার প্রত্যেকটি ছবি তৈরীর কাহিনি নিয়েই একটা নতুন ছবি তৈরী করা যায় যা তিনি বলেছেন তার সিনেমা তৈরী নিয়ে লেখা বই একেই বলে শুটিং এ। আর কেনা জানে তিনি আমাদের উপমহাদেশের প্রথম অস্কার জয়ী। এ মহামানবের প্রতি রইল এ অধমের শ্রদ্ধাঞ্চলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।