বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তবে অনেক এনজিও ‘বিশ্বমানের’ কাজ করে বলেও স্বীকার করেন তিনি।
এনজিওগুলোর কার্যক্রম কাছে থেকে দেখা পিকেএসএফ চেয়ারম্যান বলেন, “দেশের অনেক এনজিও-ই বিশ্বমানের কাজ করে। আবার অনেকে দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেন।”
‘দেশবিরোধী’ কাজে যুক্ত এনজিওগুলোর নাম প্রকাশ না করে তিনি বলেন, “তবে এরা অন্য কোনো দেশের পক্ষে কাজ করে কি না, তা জানি না।”
‘গণমাধ্যম সহায়িকা : জলবায়ু পরিবর্তন অর্থায়ন’ শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যে
জলবায়ু তহবিল নিয়ে উন্নত দেশগুলোর সমালোচনাও করেন অর্থনীতি সমিতির সাবেক এই সভাপতি।
তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন থেকে বাংলাদেশের মতো দেশকে রক্ষায় আন্তর্জাতিক বিশ্ব অনেক অঙ্গীকার করে, কিন্তু তা তারা পালন করে না।”
“তারা অনুদান দেয়ার পরিবর্তে এখন স্বল্প সুদে ঋণ দিতে আগ্রহী।”
এই অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকাশনা প্রতিষ্ঠান সমষ্ঠির মীর মাসরুর জামানও বক্তব্য রাখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।