আমাদের কথা খুঁজে নিন

   

এবার আসছে কার্বন ফাইবার থ্রিডি প্রিন্টার

ত্রিমাত্রিক প্রিন্টার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্কফর্গড প্রদর্শন করেছে বিশ্বের প্রথম কার্বন ফাইবার থ্রিডি প্রিন্টার।

এক প্রতিবেদনে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানায়, ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগোতে সলিড ওয়ার্স ওয়ার ডিজাইন কনফারেন্সে মার্ক ওয়ান থ্রিডি প্রিন্টার প্রদর্শন করেছে বস্টনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান মার্কফর্গড। ওই ডিভাইস ব্যবহার করে প্লাস্টিক কাঁচামাল ছাড়াও বিভিন্ন ধরনের ফাইবার ও যৌগিক পদার্থ প্রিন্ট করা যাবে।

মার্ক ওয়ান দিয়ে বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা যাবে। এতে প্রচলিত থ্রিডি প্রিন্টারে প্লাস্টিকের বিভিন্ন পণ্য তৈরির বিকল্প হিসেবে বহুমূখী পণ্য তৈরিতে ব্যবহার করা যাবে মার্ক ওয়ান প্রিন্টার। এতে নাইলন, ফাইবার গ্লাস ও নবায়নযোগ্য বিভিন্ন কাঁচামাল ব্যবহার করে পুণরায় ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য তৈরি করা যাবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারি থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে প্রিঅর্ডার নেওয়া শুরু হবে। ডিভাইসটির দাম পড়বে ৫,০০০ ডলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.