ব্রিটিশ ছায়ামন্ত্রী রুশনারা আলী প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘আপরাইজিং’ যাত্রা শুরু করলো। গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার হাউসে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রুশনারা এ দাতব্য সংস্থার সহযোগী প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও পার্লামেন্টে বিরোধী দলের নেতা এড মিলিব্যান্ড সংস্থাটির প্রতিষ্ঠাতা (প্যাট্রন) হিসেবে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী ক্যামেরনসহ অন্য প্যাট্রনরা ভিডিও বার্তার মাধ্যমে দাতব্য সংস্থার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে হাউস অব কমন্সের স্পিকার জন বারকো স্বাগত ভাষণ দেন। এছাড়া সিভিল সোসাইটি মিনিস্টার নিক হার্ড এবং ছায়া শিক্ষা সচিব ট্রিসট্রাম এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কয়েকজন সচিব, মন্ত্রী, ছায়া মন্ত্রী, আপরাইজিং প্রতিনিধি, ট্রাস্টিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
২০০৮ সালে থিংক ট্যাংক ‘ইয়ং ফাউন্ডেশন’র একটি প্রজেক্ট হিসেবে আপরাইজিং এর যাত্রা শুরু হয়। সোমবার থেকে এটি একটি স্বতন্ত্র দাতব্য সংস্থা হিসেবে যাত্রা শুরু করলো।
আপরাইজিং’র মূল লক্ষ্য তরুণদের মধ্যে নেতৃত্বের যোগ্যতাকে বিকশিত করা। সমাজের বিভিন্ন সুযোগ বঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মেধাবী তরুণ-তরুণীদের নিয়ে কাজ করবে এ সংস্থাটি। আপরাইজিং সমাজের এই অংশের ১৯ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের নেতৃত্ব উন্নয়ন, মিডিয়া, সামাজিক উদ্যোগে উদ্বুদ্ধকরণ, পাবলিক স্পিকিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
৯ মাসের একটি খণ্ডকালীন কোর্স শেষে তরুণদের একটি সংগঠিত নেটওয়ার্ক প্রোগ্রামের অধীনে মূলধারার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ করিয়ে দেবে আপরাইজিং।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।