আমাদের কথা খুঁজে নিন

   

‘মনের ঠিকানা’তে শাকিব-অপু

এ সিনেমায় শাকিব ও অপু অভিনীত চরিত্র দুটির নাম জয় এবং রুমা। দুজনের বাবার চরিত্রে অভিনয় করছেন উজ্জ্বল এবং মিজু আহমেদ। তাদের অভিনীত চরিত্র দুটির নাম আশফাক দেওয়ান ও অশোক।

পরিচালক নজরুল গ্লিটজকে জানান, সিনেমার অধিকাংশ দৃশ্যের শুটিং হবে মালয়েশিয়াতে। ফেব্রুয়ারির শেষদিকে পুরো ইউনিট নিয়ে তিনি মালয়েশিয়া যাবেন।

এতে দেখা যাবে, আশফাক দেওয়ান ও অশোকের মধ্যে একেবারে দা-কুমড়ো সম্পর্ক। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ আনে। একপর্যায়ে তারা সংঘাতে জড়িয়ে পড়ে। আশফাক তার ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দেয়। সেখানেই পড়াশোনা করে স্থায়ী হয়ে যায় জয়।

একদিন রুমাও পড়াশোনা করতে বিদেশ যায়। ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয় জয়ের। কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানতে পারে না এরা পরস্পর পারিবারিক শত্রু। একপর্যায়ে প্রেমে পড়ে তারা। পারিবারিক বৃত্তান্ত শুনে তারা ঠিক করে ,দুই পরিবারের দ্বন্দ্ব ঘুচাবে দুজনে।

নজরুল জানান, সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দিতি।

সিনেমায় ছয়টি গান থাকছে। কোরিওগ্রাফি করেছেন আসাদুজ্জামান মজনু।  

এর আগে নজরুল ইসলাম শাকিব খানকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। এগুলো হল ‘হায় প্রেম হায় ভালোবাসা’, ‘আজকের সমাজ’ এবং ‘স্বপ্নের বিদেশ’।

এগুলোর মধ্যে ‘স্বপ্নের বিদেশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

এদিকে নজরুল ইসলামের সরকারি অনুদানের সিনেমা ‘রানা প্লাজা’-র শুটিং শেষপর্যায়ে। এখন তিনি সিনেমার ডাবিং করছেন বলে জানিয়েছেন। এ সিনেমার প্রধান চরিত্র রেশমা। এ চরিত্রে অভিনয় করছেন পরী মণি।

তার বিপরীতে আছেন সায়মন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.