আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে মর্যাদা হারালো কেনিয়া, নেদারল্যান্ডস, কানাডা

আগামী চার বছরের জন্য এই তিন দলের স্থলাভিষিক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও পাপুয়া নিউ গিনি।

এছাড়া আইসিসির স্থায়ী দশ সদস্য দেশ ছাড়াও ওয়ানডে মর্যাদা রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও আফগানিস্তানের। এই ছয় দলেরই ওয়ানডে মর্যাদা থাকবে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত।

১৯৯৭ সালে ওয়ানডে মর্যাদা পাওয়া কেনিয়া প্রতিযোগিতার সুপার সিক্স পর্ব শেষ করে পঞ্চম স্থানে থেকে। অন্যদিকে ২০০৬ সালে ওয়ানডে মর্যাদা পাওয়া নেদারল্যান্ডস ও কানাডা গ্রুপ পর্ব পেরুতেই ব্যর্থ হয়েছে।

বাছাই পর্ব পেরিয়ে আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাইপর্বে হংকং তৃতীয় ও পাপুয়া নিউ গিনি চতুর্থ হয়।

টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরে আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তান।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।