আপনি তো এখন লন্ডনে। বিশেষ কোনো কাজ?
হ্যাঁ। বিশেষ কোন কাজ নয় তবে ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটি সেমিনারে সম্প্রতি অংশ নিলাম। যেখানে অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে বক্তব্য রাখেন আমার সংগ্রাম ছবির প্রযোজক ও পরিচালক মুনসুর আলী। সেমিনারে ছবিটির ট্রেলারও দেখানো হয়েছে।
বেশ সাড়া পেয়েছি। তাছাড়া এমন একটি সেমিনারে অংশ নিতে পেরে আমি আনন্দিত। তারা যেভাবে বাংলাদেশের সংস্কৃতির অগ্রযাত্রার প্রশংসা করেছেন তা অতুলনীয়।
র্যাম্প মডেল থেকে চলচ্চিত্রের ঝলমলে পর্দায় আগমন, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাত্রার গল্পটিই শোনা যাক।
র্যাম্প মডেল হিসেবেই মিডিয়ায় আমার যাত্রা শুরু।
এরপর গুটি গুটি পায়ে নিজের বিচরণ সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। নাটক, বিজ্ঞাপন সবই করা হলো। বাকি ছিল বড় পর্দায় আলো ছড়ানো। গত বছর থেকে তাও হয়ে গেল, মানে প্রেক্ষাগৃহের রুপালি পর্দাকে নিজের দ্যুতিতে উদ্ভাসিত করব এখন।
তা বড় পর্দায় দর্শকের জন্য কি উপহার নিয়ে আসছেন?
চলচ্চিত্রে আগমনের বয়স আমার এখনো এক বছর হয়নি।
এরই মধ্যে ব্যস্ততা যেন জেঁকে ধরেছে আমাকে। প্রায় হাফ ডজন চলচ্চিত্রের কাজে ক্যামেরার সামনে সকাল-সন্ধ্যা নিয়মিত হাজিরা দিচ্ছি। এর মধ্যে সংগ্রাম হবে বড় পর্দায় আসা আমার প্রথম কাজ। তা ছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হলাম 'থ্রি ইলিগ্যাল' চলচ্চিত্রে। লন্ডনে এই চলচ্চিত্রের শুটিং হবে।
পাশাপাশি মায়ানগর, জিরো ডিগ্রি, কলকাতার গ্লামার চলচ্চিত্রগুলো উল্লেখযোগ্য।
তাহলে বড় পর্দাতেই নিয়মিত হচ্ছেন?
আমার ইচ্ছা তো তাই। কিন্তু চলচ্চিত্রে এসে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছি। যেমন শিডিউল টাইমে এসে দেখা গেল কাজ হচ্ছে না, তাই নির্মাতাদের খেয়াল-খুশি মতো কাজ করতে হচ্ছে। এতে অন্য কাজের শিডিউল নিয়ে সমস্যায় পড়তে হয়।
এসব বিষয় সমাধান করারও কেউ নেই। সব দেখে মনে হয় চলচ্চিত্র সংগঠনগুলোর কাজের কোনো নীতিমালা নেই। সব কিছুই যেন এলোমেলো। তাই মাঝেমধ্যে মনে হয় আবার র্যাম্পেই ফিরে যাই। কারণ ওখানে কাজের নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে।
তা ছাড়া র্যাম্প দুনিয়া হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসার জায়গা। এখানে 'রুহু ২৫' নামে আমার নিজস্ব একটি র্যাম্প প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি নিজেই প্রশিক্ষণ দেই। তবে গল্প ও চরিত্র বেছে মানসম্মত চলচ্চিত্রে কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। এ ক্ষেত্রে নির্মাতাদের সহযোগিতা অপরিহার্য।
* শোবিজ প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।