আমাদের কথা খুঁজে নিন

   

এবার ঘোষণা দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে তৈরি করা কার্টুন প্রকাশ করছে ফরাসি সাপ্তাহিক রম্য ম্যাগাজিন চার্লি হেবডো।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী ফের নবীর ব্যঙ্গ কার্টুন ছাপছে চার্লি হেবডো এবার ঘোষণা দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে তৈরি করা কার্টুন প্রকাশ করছে ফরাসি সাপ্তাহিক রম্য ম্যাগাজিন চার্লি হেবডো। গত ১৯ সেপ্টেম্বর এই ম্যাগাজিনটি নবীকে অবমাননা করে কার্টুন প্রকাশ করলে ধর্মপ্রাণ মুসলিমরা বিশ্বের বিভিন্ন দেশে ক্ষোভে ফেটে পড়ে। সে সময়ে বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনাও ঘটে। চার্লি হেবডো রোববার এক ঘোষণায় বলেছে, আগামী বুধবার নবী মুহাম্মদের (সা.) জীবন প্রবাহ নিয়ে বিশেষ সংখ্যায় এসব কার্টুন প্রকাশ করা হবে। চার্লি হেবডোর প্রকাশক স্টিফেন চারবোনিয়ার (চার্ব হিসেবে পরিচিত) এসব ব্যঙ্গচিত্র প্রকাশের যুক্তি হিসেবে বলেছেন, ‘এসব কার্টুন শিক্ষামূলক এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলবে।

’ তিনি জানান, ‘এটি নবী মুহাম্মদের জীবন প্রবাহের অংশ, যা ইসলাম সম্পর্কে বিশেষজ্ঞ এমন স্কলারদের দিয়ে সম্পাদনা করা হয়েছে। সেখানে তারা তেমন কোন অসঙ্গতি বা অবমাননাকর কিছু পেয়েছেন বলে আমার মনে হয় না। ’ ‘এরপরও প্রকাশের ফলে যদি কেউ মর্মাহত হতে চায়, হবে তাতে আমার কিছু যায় আসে না। ’- যোগ করেন চারবোনিয়ার। তিনি আরো বলেন, ‘এই জীবন প্রবাহ ফ্রান্স এবং তিউনেশিয়ার গবেষকরা মিলে তৈরি করেছেন।

’ চার্ব বলেন, ‘২০০৬ সালে একটি ডেনিস পত্রিকা মুহাম্মদকে (সা.) নিয়ে কার্টুন প্রকাশের সময় তার মাথায় এ ধরনের আইডিয়া আসে। আর সে থেকেই গত সেপ্টেম্বরে বেশ কয়েকটি কার্টুন পুনঃপ্রকাশ করেছিল চার্লি হেবডো। ’ আমেরিকায় ইসলামবিদ্বেষী ‘ইনোসেন্স অব মুলিম’ ছবি তৈরির পর এই ফরাসি সাপ্তাহিক বিশ্বনবীকে ব্যঙ্গ করে গত ১৯ সেপ্টেম্বর এসব কার্টুন প্রকাশ করে। এরপর সারা বিশ্ব এই ইস্যুতে তেঁতে ওঠে। বিশ্বের অনেক মুসলিম দেশেই ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র এবং প্রতিষ্ঠান বন্ধ করে দিতে দেশটির সরকার বাধ্য হয়েছিল।

এরআগে ২০১১ সালে এ ধরনের ঘটনায় চার্লি হেবডোর কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ মুসলিমরা। রিয়েল-টাইম নিউজ ডটকম/টেলিগ্রাফ/এমআই_ ১১১০ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.