শনিবার এক সংবাদ সম্মেললনে ৩১ দফার এ ইশতেহার ঘোষণা করা হয় ১৪ দল সমর্থিত এই প্রার্থীর।
ইশতেহারে খুলনা সিটি কর্পোরেশনে ‘সিটি গভর্নমেন্ট’ ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেছেন সদ্য বিদায়ী এই মেয়র।
তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আরো রয়েছে নির্বাচনে অংশ নেয়া মেয়র পদপ্রার্থীদেরসহ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটি, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, বিএমএ, শিক্ষক, নারী, পাটকল শ্রমিক, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেণিপেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন।
এই কমিটির পরামর্শ নিয়ে খুলনা মহানগরীর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা কেসিসির সাধারণ সভায় অনুমোদন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়া হয়।
এছাড়া স্থানীয় উন্নয়ন ও খুলনাবাসীর নানা সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আগামী ১৫ জুন খুলানাসহ চার সিটি কর্পোরেশনের নির্বাচন হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।