উন্মুক্ত সন্ত্রাসের কালো গহ্বর থেকে উদিত শতাব্দীর অস্থির শিশুকালে অনিন্দ সুন্দরের স্বপ্ন আকাঙ্খায় বিভোর তরুণ কবি অনিন্দিতা তালুকদার।
তার কবিতা শুধু শব্দের দূর্বোধ্য চিত-কাত খেলা নয়। অনুপম প্রেমের দোলনায় দোলতে দোলতে ছন্দে শব্দে আবেগ ঝংকৃত স্পন্দিত। কখনো কখনো নিয়ম ভাঙার আক্রোশে মোচড়ানো বলিষ্ঠ হুংকার কবিতা জড়িয়ে যায় সবুজ ক্ষত শরীরে লাল চোখ দেখে বারুদের দাহে বিকৃত শস্য দানার পূর্ণ লাল পেড়ে গোলা।
তার কবিতায় একই সঙ্গে জীবনের আনন্দ-আকাঙ্খার দুঃখ-লাঞ্জনা ধ্বংস ও উত্থানে ক্লেদজ কুসুম।
কোন এক অবসরে অকস্মাৎ এক মুঠো শব্দের গায়ে সুর লেগে হয়ে যায় গান নাটকের মঞ্চে গান বেধেঁ নেচে বেড়ায় স্বপ্ন গায়েন।
সেই একইমানুষ, "অনিন্দিতা তালুকদার" একাধারে, "কবি গীতিকার নাট্যাভিনেতা"
http://www.aninditabd.blogspot.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।