আমাদের কথা খুঁজে নিন

   

গোপালগঞ্জে ৩ গাড়ির সংঘর্ষ, ব্যাংকার নিহত

ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল কবির (৬৫) ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার বাড়ি ঢাকার শ্যামলীতে।

মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন জানান, দুর্ঘটনায় এহসানুলের স্ত্রী রাশিদা কবির, তার মেয়ে বৃষ্টি, ছেলে আলভি, ছেলের বউ শারমিন ও তাদের আত্মীয় সুমি এবং প্রাইভেটকারের চালক মুনসুর আহত হয়েছেন।

তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডনপ্রবাসী মেয়ে ঊর্মি কবিরের শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ভোরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন এহসানুল।

পথে হামিম পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। একই সময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এহসানুল।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.