আমাদের কথা খুঁজে নিন

   

আবাহনীকে হারিয়েছে ঊষা

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপা-প্রত্যাশী দুই দলের লড়াইয়ে ঊষা ২-০ গোলে জিতেছে।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ঊষার সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ১৫।

ম্যাচের ৩২ মিনিটে ঊষার অধিনায়ক ও ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন পেনাল্টি কর্ণার থেকে দলকে এগিয়ে দেন।

৪০ মিনিটে ফরোয়ার্ড জাহিদ বিন তালিব শুভ ব্যবধান দ্বিগুণ করেন।

মিডফিল্ডার মাঈনুল ইসলাম কৌশিকের একটি হিট আবাহনী গোলরক্ষক অসিম কুমার গোপ ফিরিয়ে দিলেও, ফিরতি বলে লক্ষ্যভেদ করেন জাতীয় দলের সাবেক এ ফরোয়ার্ড।

এদিন আবাহনী ৯টি পেনাল্টি কর্নার পেলেও একটি থেকেও গোল করতে পায়নি। তাই হেরেই মাঠ ছাড়তে হয় সাবেক চ্যাম্পিয়নদের।

অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই চোয়ালে আঘাত পান আবাহনীর ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব। চয়নের তুলে মারা একটি বল সরাসরি বিপ্লবের চোয়ালে আঘাত হানে।

তখনই তাকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।

পরবর্তী সময়েও আর মাঠে নামতে পারেননি বিপ্লব। দলের এই নির্ভারযোগ্য ডিফেন্ডার খেলতে না পারাটাও আবাহনীর হারের অন্যতম কারণ।

এর আগে মৌসুমের প্রথম টুনামেন্ট ক্লাব কাপের ফাইনালেও আবাহনী ৩-১ গোলে হেরেছিল ঊষার কাছে।

এদিকে লিগের সুপার ফোরের চার দল চূড়ান্ত হয়ে গেছে।

আবাহনী ও ঊষার সঙ্গে সাধারণ বীমা ১০ পয়েন্ট এবং অ্যাজাক্স ৮ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে উঠেছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।