আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিটের দ্বিতীয় পর্ব

অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আর্ট সামিটের দ্বিতীয় পর্ব। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের সহযোগিতায় আর্ট সামিট অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

দক্ষিণ এশীয় শিল্পকলার জন্য পৃথিবীর বৃহত্তম আয়োজন হচ্ছে ঢাকা আর্ট সামিট। অনুষ্ঠানটির মাধ্যমে দক্ষিণ এশীয় শিল্প উন্নয়ন, মানসম্পন্ন প্রদর্শনীর আয়োজন এবং আন্তর্জাতিক শিল্প উন্নয়নের জন্য এই অঞ্চলের ২৫০ জনের বেশি শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হবে।বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশীয় দেশগুলোর শিল্পীদের উল্লেখযোগ্য শিল্পকর্ম পরিবেশন করা হবে আর্ট সামিটে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন  শিল্পী জিতীশ কাল্লাত, রুনা ইসলাম, শিল্পা গুপ্ত, শাজিয়া সিকান্দার, রশীদ রানা এবং নিখিল চোপড়ার উল্লেখযোগ্য শিল্পকর্ম ছাড়াও এই প্রদর্শনীতে তুলে ধরা হবে এই অঞ্চলের প্রতিভাবান উঠতি শিল্পীদের কাজ।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.