এস এম রাকিব
_মেয়েঃ নিয়ে নিতে পারোওও.. লেখা কবিতা, গাওয়া গান যত..!
_ছেলেঃ গাইব না আর কোন গান তোমায় ছাড়া, লিখব না আমি আর তুমিহীনা কবিতা..
..কি গেল বোঝা?
মেয়েরা ভাল না বাসলেও ভাব দেখায়,, হ্যা তোমার জন্যেও আছে আমার ভালবাসা..।
সটকে পড়ে তখনই যখন চলে আসে নিজের স্বার্থটা..!
তখন সোজা সাপ্টা বলে,, তোমার জন্য আমার নেই কোন ভালবাসা..।
_এ কথাটি কিন্তু আগে বলে না..!
শুধু বসে বসে উপভোগ করে ছেলেটির তাকে নিয়ে লেখা কবিতা আর পাগলামিটা।
_উপভোগ করা হয়ে গেলে / একাকী সময় টুকু পার করা হয়ে গেলে / তার স্বপ্নপুরুষ ফিরে এলে.. ছেলেটিকে বলে দেয় ফিরিয়ে নিতে পার তোমার সকল সস্তা কবিতা..!
_ছেলেটির জীবনে যে একবারই কবিতা এসেছিল তা কেউ বোঝে না..!
আর চাইলেও সে কাউকে নিয়ে লিখতে পারবে না এমন কবিতা..।
যেমনঃ আমার ছিল যত কবিতা..
সব বন্দী হয়েছে প্রাইভেসী- অনলী মী র দ্বারা।
আর কখনো কাউকে নিয়ে তা লেখা সম্ভব না..!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।