আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর গলা চেপে ধরে এক এ এস আই ক্লোজ!!

যখন পেয়েছি পথের দেখা তখন আবার দিকভ্রান্ত হয়ে হারিয়েছি পথ.........


রজধানীর বঙ্গবাজার এলাকায় এক শিশুর গলা চেপে ধরায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলীকে ক্লোজ করা হয়েছে। একজন পুলিশ সদস্যের এমন নিষ্ঠুরতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রকাশ হওয়ার পর তাকে ক্লোজড করার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এই পুলিশ সদস্যকে খুঁজে বের করে তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শুকুর আলী ডিএমপির মিডিয়া সেন্টারে ছবিটি তার নয় বলে দাবি করেন। পরে আইটি সেকশনের কর্মকর্তারা ছবিটি প্রিন্ট করে শুকুর আলীর বলে সনাক্ত করেন।


ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, একটি ফেইসবুকে পুলিশ সদস্যের গলা টিপে ধরার ছবি প্রকাশ করে। এরপর বিষয়টি কমিশনার স্যারের নজরে আসে। তিনি আমাকে ওই পুলিশ সদস্যকে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এরপর ডিএমপির বিভিন্ন থানায় লোক পাঠিয়ে তাকে খুঁজে বের করি। এরপর তার কমন্ডিং অফিসার রমনা বিভাগের উপ-কমিশনারকে (ডিসি) ব্যবস্থা নিতে বলি।

সে অনুযায়ী তাকে ক্লোজ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার মো. মারুফ হাসান সরদার জানান, কমিশনার স্যারের নির্দেশে তাকে ক্লোজ করা হয়। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। শাহবাগ থানার বঙ্গবাজার এলাকায় এই নিষ্ঠুর ঘটনাটি ঘটে।




সুত্রঃতাযাখবর.কম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.