মন্ত্রিসভার পর সংরক্ষিত নারী আসনেও ক্লিন ইমেজের মুখ আসছে আওয়ামী লীগে। বাদ পড়ছেন তদবিরবাজ ও অদক্ষরা। স্থান পাচ্ছেন জেলা পর্যায়ের ত্যাগী নেত্রী ও নেতার আত্দীয়রা। আগামী সপ্তাহেই চূড়ান্ত হতে পারে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৩৮ জন এমপির নাম। সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা নিজেই সংরক্ষিত আসনে এমপিদের তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। তবে এখনো প্রত্যাশী নারী নেত্রীরা তদবিরে ব্যস্ত। কেন্দ্রীয় প্রভাবশালী নেতা-নেত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। কেউ কেউ আবার পেঁৗছে যাচ্ছেন গণভবনে খোদ প্রধানমন্ত্রীর কাছে। সূত্রমতে, দশম জাতীয় সংসদে নারী এমপি নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ গঠনের মতোই সতর্ক শেখ হাসিনা। তিনি এবার সব ক্ষেত্রে বিতর্কের ঊধের্্ব এমন নেত্রীদেরই এমপি করতে চান। বিভিন্ন জেলায় রাজনীতির সঙ্গে জড়িত, দলে যাদের ত্যাগ রয়েছে সেসব কর্মীর মনোনীত হওয়ার সম্ভাবনা বেশি। যেসব জেলা থেকে এখন পর্যন্ত কোনো নারীকে এমপি করা হয়নি, সেসব জেলা থেকে একজন করে এমপি করারও মনোভাব তার। সংরক্ষিত আসনে গত ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়। এবার ৮২২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। গণভবনে গত ১৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রীদের পাশাপাশি জেলার নেত্রী ও সেলিব্রেটিরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'মন্ত্রিসভার পর সংরক্ষিত আসনেও ক্লিন ইমেজের মুখ আনছেন দলীয় সভানেত্রী। তিনি নিজেই তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। এক্ষেত্রে সাংগঠনিক দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।' জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী ও আরেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, 'নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেই আওয়ামী লীগের সংরক্ষিত আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।' বিগত নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের দুজন এবার সরাসরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন। তারা হলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ এবং কণ্ঠশিল্পী মমতাজ মানিকগঞ্জ-২।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।