উচ্চস্বরে কথা বললে বা তর্ক করলেই এটা বুঝায়না যে তুমিই সঠিক - বরং এটা বুঝায় যে তোমার দুর্বলতা আছে যা তুমি উচ্চস্বরের আড়ালে ঢাকতে চাচ্ছ। অথবা, এটা বুঝায় যে অন্যের মতামতকে এবং অন্যকে সম্মান করতে জাননা তুমি। তুমি যদি অন্যকে সম্মান কর, তবে নম্রস্বরে কথা বল; অন্যের মতামতকে গুরুত্ব দাও।
তুমি যদি তর্কে জিততেই চাও, তবে প্রথমে মনোযোগ দিয়ে শোন অন্যেরা কি বলছে - এবং তারপর সুন্দর ভাবে নিজের যুক্তি ও মতামত উপস্থাপন কর। এটা কখনই ভাবতে নেই যে অন্যের মতামত তোমার মতামতের সাথে হুবহু মাইল যাবে - বরং এটাই স্বাভাবিক যে প্রত্যেক মানুষের মতামত ভেইন্ন হবে, তার নিজস্ব হবে; কারন আমরা প্রত্যেকেই একজন স্বতন্ত্র বিবেক, ভাবনা, চেতনা সম্পন্ন মানুষ।
তুমি যখন তর্ক করছ, তখন খেয়াল কর তুমি কতটা যৌক্তিক আর সত্য তথ্য বা মতামত উপস্থাপন করছ। যদি তোমার প্রতিপক্ষ কিছু সত্য বা যৌক্তিক বলে তুমি তর্কের খাতিরে সেটা উড়িয়ে দেবে না - অন্যের মতামত গ্রহণ করতে জানতে হয়। অন্যের মতামত যদি তোমার কাছে ভুল মনে হয়, তবে বাস্তব যুক্তির মাধ্যমে নম্রস্বরে নিজের যুক্তি উপস্থাপন কর যাতে তোমার নম্রতা তাকে আশ্বস্ত করে, বিশ্বাস করে যে তুমি আজগুবি কিছু উপস্থাপন করতে পর না।
উগ্রতা নয়, নম্রতাই মানুষকে প্রকৃত বিজয়ী করে - তর্ক জয়ের চেয়ে মানুষ জয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।