আমাদের কথা খুঁজে নিন

   

তর্ক ও তার ফলাফল

থামুন সাহেব, দেখছি তো কি করছে, খুন ধর্ষণ রাহাজারি শুধু বাড়ছে । কোথায় সরকার ? সব দুর্নীতিবাজ, পালাতে হবে শেষে, বলে দিলাম আজ। রাখেন সাহেব, দেখেছি তো আমরাও দুর্নীতির টাকা রেখেছেন বালিশেও। বিশাল ভরাডুবি, জিততে পারেননি, কিসের জোরে গলাবাজি, বলুন শুনি। থাক থাক, খুব বলেছেন দুজনায়, এ বিবাদ চিরদিনের, মিটবার নয়। আজ এরা করছে, আর বলছে ওরা, “করা” আর “বলা” সব হবে উল্টো ঘোরা। কি লাভ এতে? একবার কি ভেবেছেন ? কি শিখছে বলুন, আপনার সন্তান ? (আমাদের নিত্য রাজনৈতিক তর্কের নমুনা এবং এর শূন্য ফলাফল নিয়ে একটি চতুর্দশপদী কবিতার চেষ্টা মাত্র। কবিতাটির প্রতিটা লাইন সাজানো হয়েছে ১৪ টি অক্ষর দিয়ে।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।