প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। তুমি খুব চতুরশ্রমে ঢেকে রেখেছো তোমার সাতরাজার ধন
বাহিরের পৃথিবীতে যাতে আলো পড়েনা তার
যদি কোনোদিন কাউকে দাও তোমার সুন্দর শাশ্বত মন
সেই ভোগ করিবে, - তার আনন্দ অপার।
আমি এক লোভাতুর ভিক্ষুক ঠাঁয় দাঁড়িয়ে থাকি তোমার দরজায়
যদি কখনো অকস্মাৎ খুলে যায় সাতঘড়া ধনের ঢাকনা
নিত্য আমি অপেক্ষায় থাকি সেই পীড়িত আশায়
যদিবা কখনো পুরুন হয় পরীর দেশে যাবার বাসনা।
সবমিলেমিশে তুমি কলাফুলের মতোন ফুটে থাকো শিল্পময়
দেখে দেখে শাশ্বত আনন্দ আর পুলকের পাই আস্বাদ
তোমাকে ভাবলেই আমার শূন্য পুথিবী হয় মধুময়
তোমাকে কল্পনাতেই হয়ে যাই অথই অগাধ।
তোমার স্পর্শেই ভোরের ফুলের মতোন ফুটবো নমিতা
তোমাতেই অবগাহনে ফুটে উঠবে অজস্র তাজা কবিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।